নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২২ শিক্ষার্থীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ১১:৪১ এএম

নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২২ শিক্ষার্থীর প্রাণহানি

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি স্কুল ভবন ধসে প্রাণহানি হয়েছে অন্তত ২২ শিক্ষার্থীর। এতে ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জুলাই) সকালে পাঠদানের সময় রাজ্যটির রাজধানী জসে সেন্ট অ্যাকাডেমি স্কুলের ভবন ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সকেভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তূপ গুঁড়িয়ে দিয়ে চাপা পড়াদের উদ্ধার শুরু করেন তারা।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে ও আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

অ্যাবেল ফুয়ানদাই নামে স্থানীয় এক বাসিন্দা জানান, স্কুল ভবন ধসে ‘ভয়াবহ’ দুর্ঘটনায় তার এক বন্ধুর ছেলেও নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ও জরুরি সেবার কর্মীরা এক্সকেভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্কুল ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিনদিন ধরে ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে হাসপাতালে আহত শিক্ষার্থী উইলিয়া ইব্রাহিম বলেন, “ক্লাসে ঢুকেছি ৫ মিনিটও হয়নি, আমি বিকট একটা শব্দ শুনতে পাই। এরপর আমি নিজেকে এখানে (হাসপাতাল) আবিষ্কার করি। ক্লাসে আমরা অনেকেই ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম।”

এর আগে ২০২১ সালে লাগোসের অভিজাত এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে ৪৫ জনের প্রাণহানি হয়েছিল।

সূত্র: বিবিসি

Link copied!