বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে ২৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ০৮:০৫ এএম

বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে ২৩ জনকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখাইল জেলায় বাস থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শী ও মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকার জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আগে থেকেই জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়কে ওঁৎ পেতে ছিলেন। এরপর বেশ কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয় তারা।

তিনি আরও বলেন, “বন্দুকধারীরা ১০টি গাড়িতে অগ্নি সংযোগও করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠাতে শুরু করেছেন। নিহতদের মধ্যে তিনজন বেলুচিস্তানের। বাকিরা পাঞ্জাবের বাসিন্দা।”

এর আগে চলতি বছর এপ্রিলে বেলুচিস্তানের নোশকি শহরের উপকণ্ঠে বাস থেকে ৯ জন যাত্রীকে নামিয়ে পরিচয়পত্র চেকিংয়ের পর গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

সূত্র: রয়টার্স

Link copied!