২৪ ঘণ্টায় ২৫০ মৃত্যু; যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:০৪ এএম

২৪ ঘণ্টায় ২৫০ মৃত্যু; যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মাঘাজি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু। ছবি: আলজাজিরা

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে নিহত হয়েছেন শতাধিক। গতকাল রাতভর গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার পরিকল্পনা উড়িয়ে দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আলজাজিরার মঙ্গলবার সকালের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়, খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েক শিশু রয়েছে। গতকাল সন্ধ্যায় বুরেজি ও নুসেইরাত শরণার্থী শিবিরেও একের পর এক বিমান হামলা হয়েছে। রাফাহ অঞ্চলেও এ সময়ে একের পর হামলার শব্দ শোনা গেছে। গাজাবাসীর জন্য এখন কোনো জায়গা নিরাপদ নয়। হামলায় হতাহত বেশ কয়েকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 

এর আগে ক্রিসমাসের আগের রাত রবিবার গভীর রাতে মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে সবচেয়ে তীব্র বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় বহু ভবন মাটিতে মিশে যায় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। মারা যান শতাধিক।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, মাঘাজি শরণার্থী শিবিরের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে এই বিমান হামলাকে ‘ভয়ংকর গণহত্যা’ ও ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার জবাবে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্বিচার যে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাতে এখন পর্যন্ত ২০ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি। 

Link copied!