ছত্তিশগড়ে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৪, ০৭:৫২ পিএম

ছত্তিশগড়ে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের কাঁকর জেলার একটি জঙ্গলে মাওবাদীদের শীর্ষ নেতা শঙ্কর রাওসহ ২৯ জনকে হত্যা করেছে পুলিশের রিজার্ভড ফোর্স ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভড ফোর্স) ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারতীয় সময় কাঁকর জঙ্গলে ডিআরজি-বিএসএফ যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। সন্ধ্যায় তা শেষ হলে মাওবাদীদের আস্তানা থেকে একটি একে ৪৭, বেশ কয়েকটি ইনসাস অ্যাসল্ট রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধ চলাকালীন মাওবাদীদের গুলিতে যৌথ বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বিএসএফ ও একজন ডিআরজি সদস্য। পুলিশ সদস্যদের আঘাত তেমন গুরুতর না হলেও ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফের এক মুখপাত্র জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাঁকর জেলার ছোটেবেটিয়া থানার কালপার জঙ্গলে যৌথ অভিযান পরিচালনা করে ডিআরজি ও বিএসএফ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করেছিল মাওবাদীরা। তার জবাব দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যও গুলিবর্ষণ করে।’

উল্লেখ্য, এর আগে শঙ্কর রাওয়ের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Link copied!