গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১০ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৩, ০৪:০১ পিএম

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১০ ফিলিস্তিনির

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৩১০ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে জল-স্থল ও আকাশ তিন দিক থেকেই আক্রমণ করেছে ইসরায়েল বাহিনী। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় এই হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জাতিসংঘ জানায়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় দেশটির পাল্টা হামলায় এ পর্যন্ত প্রায় ১৭ হাজার ৫০০ জন নিহত হয়েছে। 

এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানা গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনি হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখন্ডে সীমান্তের কাছে হামলা চালায়। হামলার পর মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বেড়ে যায়।

হামাস তাদের এ হামলাকে জেরুজালেমের ওল্ড সিটিতে টেম্পল অব মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের এক জবাব হিসেবে বর্ণনা করেছে।

হামাসের এমন হামলার পর ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর পাশাপাশি তারা লেবানন এবং সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা লক্ষ্য করেও হামলা চালাতে শুরু করেছে। এদিকে পশ্চিম তীরেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

Link copied!