হাজারো মৃত্যুর পর ইসরায়েলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৯, ২০২৩, ০৩:২০ এএম

হাজারো মৃত্যুর পর ইসরায়েলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা

ছবি: রয়টার্স

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৪৩০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিসিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে। 

রবিবার দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা সামরিক-বেসামরিক মিলিয়ে শতাধিক ইসরায়েলি নাগরিককে গাজায় জিম্মি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস। 

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘গাজা উপত্যকায় হামাসের ৫০০ স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছেন।’

এ ছাড়া, হামাসের মুহুর্মুহু হামলায় দুই হাজারেরও অধিক ইসরায়েলি আহত হয়েছেন।

অন্যদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, শনিবার সকালে হামলার শুরু থেকে এ পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের অধিক। ইসরায়েলে নিহতদের মরদেহ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবী সংগঠন জাকার একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে ইসরায়েলিদের হামলায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৯৯০ জন।

নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে দেশটির সেনা বিভাগ। নিহতদের পরিবারকেও এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুটি ভিন্ন পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।’

Link copied!