কলম্বিয়ায় ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৪, ০৪:৫৬ এএম

কলম্বিয়ায় ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ছবি: এএফপি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে প্রায় ৩৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির চোকো নামক এলাকায় কুইবদো ও মেডেলিন শহরের সংযোগকারী পার্বত্য এলাকার একটি ব্যস্ত পৌর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চোকো গভর্নরের কার্যালয় থেকে নতুন মৃত্যুর সংখ্যা জানানো হয়। বিবৃতিতে তারা জানায়, ১৭টি লাশ শনাক্ত করা হয়েছে এবং কর্মকর্তারা আরও ১৭ জনকে শনাক্ত করার চেষ্টা করছেন।

তবে কী কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রতিরক্ষা বিভাগ জানায়, ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। সড়কে কাদামাটির পুরু আস্তরণ পড়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। দেশটির প্রসিকিউটরের অফিসের বরাতে সিএনএন জানায়, মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা রয়েছে। আহতের সংখ্যা জানা যায়নি।

সামাজিক প্ল্যাটফর্মের এক ভিডিওতে দেখা যায়, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ছে। নিচের মহাসড়কে থাকা অনেকগুলো গাড়ির ওপর ধসে পড়ে পাহাড়ের বড় অংশ। জানা গেছে, ভূমিধসের প্রবলতা দেখে ধসের সময় রাস্তায় থাকা অনেকে পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেন। তবে সেই ভবনটিও চাপা পড়ে মাটির নিচে।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানান, নিহতদের মাঝে অধিকাংশই শিশু। 

এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলা অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় এবং চোকো পুলিশ একত্রে কাজ করছে বলেও জানান মার্কেজ।

গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি বলেছেন, ‘চোকোর জন্য অত্যন্ত দুঃখজনক সময় এখন। ভুক্তভোগীদের কষ্ট অনুভব করছে সবাই। যতক্ষণ না নিশ্চিত না হব যে, চোকোর জনগণ তাদের আত্মীয়দের সম্পর্কে তথ্য পেয়েছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না।’

Link copied!