ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা থাকেন। ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘাঁটির আশেপাশের এলাকা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এদিকে একই দিন বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে বুধবার ইরাকে মার্কিন সামরিক বাহিনী দুটি পৃথক ড্রোন হামলায় ঘটনা ঘটে। এতে কিছু সেনা সদস্য আহত হয়েছেন। তবে হামলা মার্কিন সামরিক বাহিনী সশস্ত্র ড্রোনটি প্রতিহত করে। সর্বশেষ হামলা নিয়ে ইরাকে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালানো হয়েছে।
ইরাকে এখনও যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সৈন্য রয়েছে। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় আছে আরও ৯০০ সেনা। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তার অভিযানে ২০১৪ সাল থেকে উভয় দেশের ব্যাপক এলাকায় মার্কিন সেনা মোতায়েন করা হয়।