অক্টোবর ২২, ২০২৩, ১১:৪৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে লিখিত বার্তা পাঠিয়েছেন অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা।
তারা লিখেছেন, ‘পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।’
বার্তায় আরও লেখা হয়, ‘এ ঘটনায় আমরা নীরব ছিলাম— এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’
অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও সেই বার্তায় করা হয়েছে।
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে গত সোমবার জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস মন্তব্য করেছিলেন, ‘ইতিহাস সব দেখছে।’ ওই মন্তব্যটিও বার্তায় উল্লেখ করেন এই তারকারা।
লিখিত বার্তাটিতে সই করা ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। তার পর থেকে ক্রমাগত অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে ইসরায়েল ও মিশর অবরোধ আরোপ করে।
প্রায় ২৫ বর্গকিলোমিটার আয়তনের এই উপত্যকায় ২৩ লাখ মানুষের বসবাস। চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত সেখানে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।