ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় প্রাণ হারালেন ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২৪, ১২:১৪ পিএম

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় প্রাণ হারালেন ৭ জন

ছবি: সংগৃহীত

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৭ আগস্ট) রাত থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কয়েক ডজন। হামলার সত্যতা নিশ্চিত করেছেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচাক। তিনি বলেন, সকাল পর্যন্ত এই হামলা চলতে থাকে।

জ্বালানি স্থাপনায় হামলার কারণে ইউক্রেনে বেশির ভাগ অঞ্চল অন্ধকারে ছিল। সেই সঙ্গে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ও নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়।

এদিকে ইউক্রেনে হামলার বিষয়টি নিশ্চিত করে রাশিয়া বলেছে, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। মস্কো কর্তৃপক্ষ জানায়, সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সোমবার রাতে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকে সকাল পর্যন্ত।

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচাক বলেন, “রাতভর ১২৭টি ক্ষেপণাস্ত্র ও ১০৯টি ড্রোন করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী ১০২টি ক্ষেপণাস্ত্র ও ৯৯টি ড্রোন ভূপাতিত করেছে।”

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: বিবিসি

Link copied!