জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারালেন ৯ তীর্থযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৪:৩৯ এএম

জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারালেন ৯ তীর্থযাত্রী

জম্মু-কাশ্মিরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা করে বন্দুকধারীরা

ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মিরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৩৩ হন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি মন্দির থেকে ফেরার পথে এসব তীর্থযাত্রী বন্দুকধারীদের হামলার সম্মুখীন হয়। এতে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

গতকাল রোববার (৯ জুন) কাশ্মিরের রিয়াসি শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে।

বন্দুকধারীদের হামলার ঘটনায় কাশ্মিরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায় এবং এতে অন্তত ৯ জন প্রাণ হারান। আহত হন ৩৩ জন। এ সময় বাসটি ওই এলাকার জনপ্রিয় একটি হিন্দু মন্দির থেকে ফিরে আসছিল বলেও জানায় পুলিশ।

ব্রিফিংয়ে রিয়াসি জেলার পুলিশ প্রধান মোহিতা শর্মা জানান, “বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় ও নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি একটি খাদে পড়ে যায়। এতে ৯ জন তীর্থযাত্রী প্রাণ হারায় ও আরও ৩৩ জন আহত হন। উদ্ধারাভিযান শেষ হয়েছে ও আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

এদিকে এই হামলায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি জানিয়ে সেখানকার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বিশেষ মহাজন জানান, বাসটি হিন্দু মন্দির মাতা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়।

সূত্র: দ্য হিন্দু, আলজাজিরা

Link copied!