রামরি শহর দখলে নিলো আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২৪, ০৪:৫৯ পিএম

রামরি শহর দখলে নিলো আরাকান আর্মি

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনের দ্বীপ শহর রামরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এমনই দাবি করেছে তারা।

অবস্থানগত দিক থেকে শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে। চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছেই শহরটি অবস্থিত।

মঙ্গলবার (১২ মার্চ) মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, গত সোমবার শহরটি ছেড়ে পালিয়ে যায় জান্তা বাহিনী। গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নিতে প্রায় ৩ মাস ধরে লড়াই করেছে আরাকান আর্মি।

গোষ্ঠীটি বলছে, পালিয়ে যাওয়ার আগে জান্তা সেনারা বিভিন্ন স্থানে মাইন পুঁতে রেখেছে। ফলে স্থানীয়দের নিজ বাড়িতে অবিলম্বে ফেরার আহ্বান জানানো হয়েছে।

আরাকান আর্মি আরও জানায়, তাদের পরবর্তী লক্ষ্য রাথেডাং শহরে জান্তা ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়া।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। যদিও গত অক্টোবরে বিদ্রোহীরা একযোগে আক্রমণ শুরু করে এবং একের পর এক সেনা ঘাঁটি হারাতে থাকে।

Link copied!