হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে। ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলের হামলায় সাতজন ত্রাণকর্মী নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ হোসে আন্দ্রেসের সঙ্গে এক ফোনালাপে এ কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে। (মার্কিন) প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ হোসে আন্দ্রেসকে ফোনে সমবেদনা জানিয়েছেন। ইসরায়েলের বিমান হামলায় সাতজন ত্রাণকর্মী নিহতের খবরে তিনি ‘হৃদয়বিদারক’ বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রেস সেক্রেটারি বলেন, ‘ইসরায়েলের করা বিমান হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।’
সূত্র: বিবিসি