ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা হাড়ে ছড়িয়েছে। রোববার তার দপ্তর জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর গত সপ্তাহে মূত্র সংক্রান্ত উপসর্গ নিয়ে বাইডেন ডাক্তার দেখান। এরপর শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়।
বিবিসি লিখেছে, এই ক্যান্সারটি খুব গুরুতর ধরনের, যার গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যান্সার রিসার্চ ইউক বলছে, এটি ‘হাই-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ; যার অর্থ ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
বাইডেন ও তার পরিবার একাধিক চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। তার দপ্তর জানিয়েছে, এই ক্যান্সার ‘হরমোন-সেনসিটিভ,’ অর্থাৎ এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রোববারের বিবৃতিতে বলা হয়, “গত সপ্তাহে প্রস্রাবের বিভিন্ন উপসর্গ বাড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট পিণ্ড শনাক্ত হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং হাড়ে ক্যান্সার কোষ ছড়িয়েছে। যদিও ক্যান্সারটি গুরুতর ধরনের, তবে তা হরমোন-সেনসিটিভ হওয়ায় চিকিৎসা কাজে দিতে পারে।”
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সব পক্ষ তার পাশে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, জো বাইডেনের অসুস্থতার খবরে মেলানিয়া ও তিনি মর্মাহত।
“জিল ও তার পরিবারের প্রতি আমরা গভীর সহমর্মিতা ও শুভ কামনা জানাই। জো’র আশু আরোগ্য কামনা করি।”
বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স পোস্টে লিখেছেন, তিনি ও তার স্বামী ডগ এমহফ প্রার্থনায় রেখেছেন বাইডেন পরিবারকে।
“জো একজন লড়াকু- আমি জানি, তিনি তার চিরাচরিত দৃঢ়তা, সহিষ্ণুতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সংকট মোকাবিলা করবেন।”
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গী হিসেবে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জো বাইডেন।
ওবামা এক্স পোস্টে বলেছেন, তিনি ও তার স্ত্রী মিশেল পুরো বাইডেন পরিবারের কথা ভাবছেন।
“ক্যানসারের নানা রকম চিকিৎসা উদ্ভাবনে জো’র চেয়ে কেউ বেশি কাজ করেনি এবং আমি নিশ্চিত যে তিনি স্বভাবসুলভ দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। আমরা তার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”