নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনিরা মিথ্যা বলছে বলে মনে করেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৩, ০৪:৪৮ পিএম

নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনিরা মিথ্যা বলছে বলে মনে করেন বাইডেন

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।

‘আমি মনে করি না যে ফিলিস্তিনিরা নিহতের সংখ্যা নিয়ে সত্য বলছে। আমি নিশ্চিত যে নিরীহ মানুষ মারা গেছেন। তবে তা হচ্ছে যুদ্ধ উসকে দেওয়ার ফল।’ অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় বেসামরিক মানুষদের হতাহত কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট চেষ্টা করছে কিনা— এমন প্রশ্নের জবাবে বাইডেন এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায় বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন।

ফিলিস্তিনিরা নিহতের যে সংখ্যা বলছে তাতে আস্থা নেই জানিয়ে বাইডেন বলেন, ‘ইসরায়েলকে খুবই সতর্ক থাকতে হবে। তারা যেন তাদের ওপরই দৃষ্টি রাখে যারা এই যুদ্ধ শুরু করেছে। তবে ফিলিস্তিনিরা মৃতের যে সংখ্যা বলছে তাতে আমার বিশ্বাস নেই।’

গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৭০০ শিশু।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

সংগঠনটির বার্তায় বলা হয়, ‘সাংবাদিকরা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করছেন। প্রতিদিন নারী ও শিশুদের মরদেহের অগণিত ভিডিও প্রকাশিত হচ্ছে। শহরে একটি বিশাল অংশ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।’

‘প্রেসিডেন্ট বাইডেনের উচিত এসব ভিডিও দুই-একটি দেখা। নিজেকে প্রশ্ন করা— বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে শিশুর মরদেহ বের করে আনার দৃশ্য বানানো ও তা যুদ্ধ উসকে দেওয়ার ফল কিনা।’

Link copied!