লোকসভা নির্বাচন

এগিয়ে বিজেপি, নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৪, ১২:২৩ পিএম

এগিয়ে বিজেপি, নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস

বুথফেরত সমীক্ষায় নরেন্দ্র মোদির পুনরুত্থানের জয়জয়কার করা হয়েছিল। কিন্তু ভোটের মাঠে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি হলো, বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে কংগ্রেস। ভোটগণনার অন্তত ৪ ঘণ্টার ব্যাবধানে এমনই চিত্র উঠে এসেছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচন: এনডিএ জোট ২৩৮ আসনে এগিয়ে

মঙ্গলবার (৪ জুন) বেলা সোয়া ১২টার দিকে আনন্দবাজার অনলাইনের পোল আপডেটে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পেয়েছে ৯৬টি ভোট। অন্যদিকে ২৪০টি ভোট পেয়ে এগিয়ে আছে বিজেপি।

এনডিটিভির পোল আপডেটে এনডিএ জোট ২৯৪ ও ইন্ডিয়া জোট ২২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

যেকোনো দলকে সরকার গঠনে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে অন্তত ২৭২টিতে জিততে হবে। সেই তুলনায় অন্যান্য দলের চেয়ে বিজেপিই এগিয়ে আছে।

পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূলই
এদিকে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে বিজেপির তুলনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আনন্দবাজারের পোল আপডেটে দেখা যায়, মমতার তৃণমূল পেয়েছে ৩৩ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৯ ভোট। কংগ্রেস ও সিপিএম এখন পর্যন্ত একটি ভোটও পায়নি।

Link copied!