উত্তরপ্রদেশে ভরাডুবির কারণ খুঁজছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১০:১৭ এএম

উত্তরপ্রদেশে ভরাডুবির কারণ খুঁজছে বিজেপি

ছবি: সংগৃহীত

ভারতে গত লোকসভা নির্বাচনে নিজেদের ঘাঁটি উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি হয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলে ভোটের ফল খুবই খারাপ। এর মধ্যেই শুরু হয়েছে উদোর পিণ্ডি বুধোর ঘাঁড়ে চাপানো অর্থাৎ একে অপরকে দোষারোপ। পাশাপাশি উঠেছে অন্তর্দ্বন্দ্বের অভিযোগও।

এই অবস্থায় গতকাল শুক্রবার (১৪ জুন) লখনউয়ে বিজেপির দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ খুঁজতেই এই বৈঠক ডাকা হয়।

এরই মধ্যে বিজেপির দুজন উগ্র হিন্দুত্ববাদী নেতা সঞ্জীব বালিয়ান ও সঙ্গীত সোম একে অপরকে দোষারোপ করে চলেছেন। সঞ্জীব জাঠ জনগোষ্ঠীর নেতা আর সঞ্জীব রাজপুত। প্রথমজন সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দ্বিতীয়জন সাবেক বিধায়ক।

সঞ্জীবের অভিযোগ, এবার ভোটে তার অখিলেশের দলের প্রার্থীর কাছে হারের পেছনে দায়ী অন্তর্কোন্দল। এমনকি এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তদন্তের আবেদন জানানোর হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে তাকে। এরপরই মুখ খুলেছেন সঙ্গীত। তার দাবি, এসব না করে আত্মসমীক্ষা করুন সঞ্জীব। তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তুলেছেন তিনি।

২০২২ সালে হেরে যান সঙ্গীত। সেই সময় তিনিও সঞ্জীবের বিরুদ্ধে অন্তর্কোন্দলের অভিযোগ তুলেছিলেন।

সূত্র: এবিপি লাইভ, ইন্ডিয়া টিভি

Link copied!