চীন ‘টিকটিক করতে থাকা টাইম বোমা’: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৩, ০৩:০৮ এএম

চীন ‘টিকটিক করতে থাকা টাইম বোমা’: বাইডেন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে ‘টিকটিক করতে থাকা টাইম বোমা’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে চীন টাইম বোমার মতোই টিকটিক করছে আর যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। চীনের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশটিকে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার উটাহ-তে নির্বাচনি তহবিল সংগ্রহের এক প্রচারাভিযানে এ কথা বলেন তিনি।

চীন দুর্বল প্রবৃদ্ধি নিয়ে সমস্যায় আছে মন্তব্য করে বাইডেন বলেন, ‘তারা (চীন) বেশ কিছু সমস্যায় আছে। এটি ভালো নয়। কারণ, মন্দ লোকেরা কোনো সমস্যার মধ্যে থাকলে তারা মন্দ কাজই করে।’

এর আগে জুন মাসে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে সময়ই একটি রাজনৈতিক প্রচারাভিযানে বাইডেন চীনের প্রেসিডেন্ট শি’কে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছিলেন। চীন এ মন্তব্যকে উস্কানি বলে অভিযোগ করেছিল।

এবার বৃহস্পতিবারের প্রচারাভিযানে বাইডেন বলেন, চীন সমস্যায় পড়েছে। তিনি চীনকে আঘাত করতে চান না বরং দেশটির সাথে যৌক্তিক সম্পর্ক চান।

এদিকে প্রচারাভিযানে চীনের সাথে সম্পর্কের উন্নয়ন চাওয়ার কথা বললেও বুধবার এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রযুক্তি খাতের কিছু স্পর্শকাতর ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর চীনে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন বাইডেন। বিশেষ করে কম্পিউটার চিপ নির্মাণের মতো খাতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের পক্ষ থেকে জানানো হয়, বাইডেনের এ আদেশ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে।

গত জুলাই মাসের পরিসংখ্যানে দেখা যায়, চীনের আমদানি-রপ্তানি দুটোই কমেছে। রপ্তানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ এবং আমদানি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। যেমনটা ধারণা করে হয়েছিল তার চেয়ে অনেক বেশি হারে আমদানি-রপ্তানি কমেছে বলে পরিসংখ্যানে এসেছে বলে জানান বিশ্লেষকরা।

Link copied!