কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, মোদির প্রতিদ্বন্দ্বী কে?

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ১১:০৮ এএম

কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, মোদির প্রতিদ্বন্দ্বী কে?

কংগ্রেস।

শনিবার লোকসভা নির্বাচনের জন্য চতুর্থ তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এতে ৪৬ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় রয়েছে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর নাম। মধ্যপ্রদেশের রাজগড় লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি। এদিকে, উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় ​​রাই বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অজয় ​​রাই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াই করবেন।

আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেস প্রথমবারের মতো উত্তর প্রদেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে দলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেথি ও রায়বেরেলি আসনের প্রার্থিতা ঝুলিয়ে রেখেছে।

নির্বাচনী আসন দুটি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ২০১৯ সালে আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এখন সবার দৃষ্টি রায়বেরেলির দিকে। আসনটি থেকে রাহুলের বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী রাজনীতির অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছে।

চতুর্থ তালিকায় ৪৬ প্রার্থীর তালিকায় সবচেয়ে বেশি নাম মধ্যপ্রদেশের। এখানে ১২ জন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৯ জন, মহারাষ্ট্রের ৪জন, তামিলনাড়ু থেকে ৭ জন, রাজস্থানের ৩ জন এবং উত্তরাখণ্ড থেকে ২ জনকে টিকিট দেওয়া হয়েছে। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকেও ২ জন প্রার্থী মাঠে নেমেছেন। আসাম, আন্দামান, চণ্ডীগড়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গ থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কোচবিহার আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়েছেন পিয়া রায়চৌধুরী। যদিও একই আসনে বাম দলগুলোও প্রার্থী দিয়েছে।

এ নিয়ে চার দফায় কংগ্রেস মোট ১৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল।

ভারতের ৫৪৩টি লোকসভা আসনে সাত দফায় ভোট হবে। নির্বাচন শুরু হবে আগামী ১৯ এপ্রিল। শেষ হবে ১ জুন। ভোট গণনা ও ফল প্রকাশিত হবে ৪ জুন।

Link copied!