ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলতে থাকা রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ ওডেসা শহরে যতগুলো আঘাত হেনেছে, তার মধ্যে একে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর আলজাজিরা, সিএনএনের।
স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ভোট শুরুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা।
সামরিক পরিভাষায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ হিসেবে অভিহিত করা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেন, ‘২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডবল ট্যাপ হামলা চালালো রুশ বাহিনী।’
তিনি আরও বলেন, ‘প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও ধ্বংসস্তূপ থেকে বেসামরিক লোকদের উদ্ধার কাজ শুরু করে। তখনই দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।’