ঘূর্ণিঝড় ‘রেমাল’: কলকাতায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৪, ০১:৫৩ পিএম

ঘূর্ণিঝড় ‘রেমাল’: কলকাতায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৪০০ ফ্লাইট। এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও আছে।

রোববার (২৬ মে) ভারতীয় সময় দুপুর ১২টা থেকে টানা ২১ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে। এ সময় অর্থাৎ সোমবার সকাল নয়টা পর্যন্ত এই বিমানবন্দরে কোনও ফ্লাইট ওঠানামা করবে না।

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে রোববার দুপুর থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফ্লাইট অপারেশন বন্ধের কারণে ৩৯৪টি ফ্লাইট বাতিল হবে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট আছে। ফ্লাইট বাতিল হওয়ায় সব মিলিয়ে প্রভাবিত হবে ৬৩ হাজার যাত্রীর চলাচল।

নাম না জানিয়ে কলকাতা বিমানবন্দরের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, “ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের অর্থ ফেরত দেবে। তবে যদি কোনও যাত্রী এই অবস্থায় ভ্রমণের ওপর জোর দেয় তবে এয়ারলাইন্সগুলো পরবর্তী ফ্লাইটগুলোতে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করবে।”

Link copied!