গাজার হাসপাতালে আর ২৪ ঘণ্টার জ্বালানি আছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০১:৪৭ পিএম

গাজার হাসপাতালে আর ২৪ ঘণ্টার জ্বালানি আছে: জাতিসংঘ

গাজার হাসপাতাল থেকে আইসক্রিম ট্রাকে করে নেওয়া হচ্ছে লাশ। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় উপত্যাকায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর ২৪ ঘণ্টার মতো জ্বালানি মজুদ আছে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

সংস্থাটির মানবিক দফতরের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেনারটরের ব্যাপকআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।’

আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বিশ্ব সংস্থাটির মানবিক দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেনারটরের ব্যাপকআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।’

ইসরাইলি হামলায় ধ্বংসযজ্ঞ গাজায় সুপেয় পানি ও ত্রাণ সরবরাহ পাঠানোর সুযোগ করে দিতে এর আগে অনুরোধ জানিয়েছিল একাধিক ত্রাণ সংস্থা।

এমন মানবিক পরিস্থিতিতে গাজায় ডক্টরস উইদাউট বর্ডারে কর্মরত ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা সতর্ক করেছিলেন যে, তার হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এদিকে সমগ্র গাজা উপত্যকায় পানি সরবরাহ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। জাতিসংঘে আইসিআরসি-এর স্থায়ী পর্যবেক্ষক ল্যাটিটিয়া কোর্তোয়া বলেছেন, ‘বেসামরিক নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা যুদ্ধরত পক্ষগুলোর জন্য আবশ্যক। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ যত দ্রুত সম্ভব পুনরায় চালু করতে সহায়তা করার জন্য আমরা আহ্বান জানাই।’

Link copied!