৭ মাস ধরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কম

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০৭:৫৫ পিএম

৭ মাস ধরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কম

প্রতীকী ছবি

বিশ্ববাজারে টানা ৭ মাস ধরে খাদ্যপণ্যের দাম কমেছে। চলতি বছর ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যসূচক শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। ভোজ্যতেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। তবে একই সময় চিনি ও মাংসের দাম কিছুটা বেড়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। আর এক বছর আগের তুলনায় এই হার ১০ দশমিক ৫ শতাংশ কমেছে।

বিবৃতিতে এফএও জানিয়েছে, ভোজ্যতেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে। ভোজ্যতেল ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে আগের চেয়ে ১১ শতাংশ কম দামে। সয়া, সানফ্লাওয়ার আর রাই-সরিষার মতো পণ্যের দাম পড়ে যাওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। তবে পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে।

এতে আরও জানানো হয়, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২১-২২ সালে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল। বর্তমানে মূল্যহ্রাসের যে ধারা শুরু হয়েছে, বড় কোনো বৈশ্বিক বিপর্যয় না ঘটলে এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া ব্রাজিল-আর্জেন্টিনায় ভুট্টার ভালো উৎপাদনের সঙ্গে সমুদ্রপথে স্বাভাবিক গতিতে পণ্য পরিবহনে কমিয়ে দিয়েছে পণ্যটির দাম। আর গমের দাম কমতির কারণ হিসেবে বলা হয়েছে, কম চাহিদার বিপরীতে রাশিয়ার বাড়তি রপ্তানি।

Link copied!