গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানালেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৩, ১১:৫৩ পিএম

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানালেন গুতেরেস

আন্তোনিও গুতেরেস।

গাজার পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ আহ্বান করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্বকালে এই প্রথমবারের মতো ৯৯ অনুচ্ছেদ আহ্বান করলেন আন্তোনিও গুতেরেস। এর মাধ্যমে গাজায় চলমান সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

এই ধারা অনুযায়ী, কোনো বিষয় বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করছে, যদি জাতিসংঘ মহাসচিব এমনটা মনে করেন তাহলে তিনি এ বিষয়ে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে গুতেরেস এই দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকিকে বাড়িয়ে তুলতে পারে বলে তিনি বিশ্বাস করেন। গত ১৮ অক্টোবর থেকেই গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন গুতেরেস।

তিনি হুঁশিয়ারি জানিয়ে লিখেছেন যে, ফিলিস্তিনের সকল অধিবাসী এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বিপর্যয়ের দিকে যাচ্ছে। যেকোনো মূল্যে এ ধরনের পরিণতি এড়াতে হবে।

Link copied!