বিহারে তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৪, ০৯:৪৬ এএম

বিহারে তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে তীব্র গরমে দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৩০ মে) ঔরঙ্গাবাদ জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ দিন বিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ।

হাসপাতালের একজন ডাক্তার জানান, আরও অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসার সব ব্যবস্থা হাসপাতালে রয়েছে।

ডাক্তার আরও জানান, “আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও বরফের প্যাক রয়েছে এবং আরও ‘কুলারের’ ব্যবস্থা করা হয়েছে। বিহারে অনেক দিন থেকেই তাপপ্রবাহ চলছে। বুধবার রাজ্য সরকার সব বেসরকারি এবং সরকারি স্কুল, কোচিং ইন্সটিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। তাপপ্রবাহের কারণে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।”

এদিকে, শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে অন্তত ১৬ জন মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারায় তাদের টু-হুইলার এবং ই-রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেগুসরাই এবং জামুই থেকেও ছাত্রদের অজ্ঞান হওয়ার খবর এসেছে।

Link copied!