ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ড্রোনও ব্যবহার করা হয়েছে জানিয়েছে গোষ্ঠীটি। হামলার বিষয়ে লেবাননের ভাষ্য, ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ধাপের হামলা সফলভাবে সম্পন্ন করেছে তারা।
অন্যদিকে লেবাননের আল মাদ্বিন টিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ। এ ছাড়া লেবাননের পশ্চিমাঞ্চলীয় এলাকা আল জালিল থেকেও ইসরায়েলের একাধিক অঞ্চলে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। জানা গেছে, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘাত হেনেছে।
এর মধ্যেই হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা জানায়, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছে।
সূত্র: বিবিসি