ছবি: সংগৃহীত
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর বার্তার বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ড্রোনগুলো ইলাতে গিয়ে পড়ে। ইয়েমেনের হুতিরা এই হামলার দায় স্বীকার করেছে।
হুতিদের এক মুখপাত্র ইয়াহিয়া সারি আল জাজিরার আরবি সংস্করণকে বলেন, ‘হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেগুলো সফলভাবে লক্ষ্যভেদ করে।’
তিনি আরও বলেন, ‘আমরা উম আল-রাশরাশ ও বির আল-সাবায় শত্রুদের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছি।’
জর্ডানের রাজধানী আম্মান থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, গত সপ্তাহেও হুতিরা ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল। সেই হামলাতেও ক্ষয়ক্ষতি হয়েছিল।
তিনি বলেন, ‘ইসরায়েল তদন্ত করে দেখছে কীভাবে বারবার হুতিদের ড্রোন আকাশ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করছে।’
ইসরায়েলের ম্যাগেন ডেভিড আদম জরুরি চিকিৎসা সেবার পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আহত দুইজনের অবস্থা গুরুতর। অন্যদের আঘাত মাঝারি থেকে সামান্য।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের ‘চরম মূল্য’ দেওয়ার হুশিয়ারি দিয়েছেন। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন কীভাবে এই হামলার মোকাবিলা করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে।