মার্চ ২৯, ২০২৪, ০৩:১০ এএম
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অবিলম্বে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আজ শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে এ নির্দেশ দেয় বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আইসিজে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে। আদেশে বিচারকেরা বলেছেন, ‘আদালতের পর্যবেক্ষণ হলো— গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতেই কেবল নেই, বরং ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।’
আদেশে আরও বলা হয়, ইসরায়েলকে অবশ্যই গাজাজুড়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবাসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।
চলতি মাসের শুরুতে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেয় দক্ষিণ আফ্রিকা। সেখানে দ্রুত ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আদেশ চাওয়া হয়, যে অভিযানে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অভিযানে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে বলে মামলায় অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।