সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একইসঙ্গে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও এ সাজা দেয়া হয়েছে।
মঙ্গলবার দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগে এ রায় দিলো আদালত।
মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশির উপস্থিতিতেই বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ রায় দেন।
এর আগে গত বছরের আগস্টে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ইমরান খান ও কোরেশির বিরুদ্ধে সাইফার মামলা করা হয়।
২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এরপর থেকেই একের পর এক সংকটে পড়ছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ। ক্ষমতায় থাকার সময় সরকারি কোষাগার থেকে না জানিয়ে উপহার বিক্রির দায়ে তিনি এখন তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন। ওই একই রায়ে ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্যও ঘোষণা করেন আদালত।