পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন দলটির কারাবন্দী নেতা ইমরান খান। তিনি বলেছেন, ‘জাতির অভূতপূর্ব লড়াইয়ের মাধ্যমে পিটিআইয় ভূমিধস বিজয়’ পেয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এই ভিডিও বার্তা ইমরান খানের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে। এআই ভাষণটি নিয়ে চলছে পাকিস্তানজুড়ে তোলপাড়।
কারাগার থেকে দেয়া অনুমোদিত ওই ভাষণে সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ধন্যবাদ জানান ভোটারদের। তিনি বলেন, নজিরবিহীনভাবে জাতি ঘুরে দাঁড়িয়েছে। এতে জাতীয় নির্বাচনে পিটিআই বিজয়ী হয়েছে। আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আপনাদের ওপর আমার পূর্ণ ভরসা ছিল। আমার বিশ্বাস ছিল আপনারা ভোট দিতে ঘর থেকে বের হবেন, আপনারা আমার বিশ্বাসের মর্যাদা রেখেছেন।
এসময় ইমরান বলেন, জনরায়ের কারণে ভেস্তে গেছে বিদেশি ষড়যন্ত্র। এ সময় নওয়াজ শরীফকে পশ্চিমের দালাল আখ্যা দেন ইমরান। বিজয় হয়েছে উল্লেখ করে দেশবাসীকে উল্লাস করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আপনাদের কারণেই লন্ডনের পরিকল্পনা ভেস্তে গেছে। নওয়াজ শরীফ যে পশ্চিমা দালাল তা স্পষ্ট হয়েছে। তাই দুশচিন্তা করবেন না। আপনারা বিজয় উদযাপন করুন আর আল্লাহকে ধন্যবাদ দিন। দুই বছরের জুলুম ও অন্যায়ের পরও আমরা দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি। এবার নিজেদের ভোটকে রক্ষার জন্য প্রস্তুত থাকুন।