ড্রোন তৈরিতে চীনা যন্ত্রাংশ ব্যবহারে দেশীয় নির্মাতাদের ওপর নিষেধাজ্ঞা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০৫:৩১ পিএম

ড্রোন তৈরিতে চীনা যন্ত্রাংশ ব্যবহারে দেশীয় নির্মাতাদের ওপর নিষেধাজ্ঞা ভারতের

সংগৃহীত ছবি

সামরিক ড্রোন তৈরিতে চীনের উৎপাদিত উপকরণগুলোর নিরাপত্তা দুর্বলতার বিষয়ে বেশ কয়েক মাস ধরে উদ্বেগ দেখা দেওয়ায় ড্রোন তৈরির চীনা উপকরণ ব্যবহারে দেশীয় ড্রোন নির্মাতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের উত্তেজনার মধ্যেই নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিলো। তাছাড়া ভারত তার সামরিক খাতকে আধুনিকায়ন করতে দীর্ঘমেয়াদী উন্নত ও টেকসই প্রযুক্তিসমৃদ্ধ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ায় নরেন্দ্র মোদি প্রশাসন সামরিক ড্রোন তৈরির দেশীয় নির্মাতাদের ওপর চীনা যন্ত্রাংশ ব্যবহারে কড়াকড়ি আরোপ করলো। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের প্রতিরক্ষা ও শিল্প পরিসংখ্যানের তথ্য মতে, ড্রোনের যোগাযোগ কার্যক্রম, ক্যামেরা, রেডিও ট্রান্সমিশন ও অপারেটিং সফটওয়্যারগুলোতে চীনা তৈরির যন্ত্রাংশগুলো তথ্য সংগ্রহের সাথে মানানসই নয় বলে বলে ভারতের নিরাপত্তা বিষেষজ্ঞরা বেশ চিন্তিত। 

তবে এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রয়টার্স জানতে চাইলে কোনো জবাব মেলেনি বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

Link copied!