অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। গত ১০ মার্চ ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে।
আজ মঙ্গলবার মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মাহিরুর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
মাহিরু জানিয়েছে, মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জে মোতায়েন করা ২৫ ভারতীয় সেনা এরই মধ্যে ভারতে চলে গেছেন। এই দ্বীপপুঞ্জটি মালদ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত। সেনাদের পরিবর্তনে মালদ্বীপে থেকে যাওয়া ভারতীয় একটি বিমান ও দুটি হেলিকপ্টার এখন থেকে পরিচালনা করবে বেসামরিক ভারতীয়রা। তাঁরা এরই মধ্যে মালদ্বীপে পৌঁছেছেন।
যদিও এই বিষয়ে ভারত বা মালদ্বীপ সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মাহিরু সংবাদপত্রটি মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে।
গত জানুয়ারিতে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। সেখানে বেইজিংয়ের সঙ্গে মালদ্বীপের অবকাঠামো, জ্বালানি, সমুদ্র গবেষণা ও কৃষি সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষ করে এসেছেন তিনি।
অন্যদিকে ভারত গত মাসে ঘোষণা দিয়েছে এখন থেকে নিজেদের লাক্ষাদ্বীপ অঞ্চলে নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি করবে দেশটি।
মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।