ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে আরও তেল কিনছে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২৫, ০৬:১৮ পিএম

ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে আরও তেল কিনছে ভারত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। দেশটির ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এই পরিমাণ তেল দৈনিক গড়ে দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। 

এদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে সেই সিদ্ধান্ত। মূলত রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে চাপ দিতেই যুক্তরাষ্ট্র ভারতের ওপর শাস্তিমূলক বাড়তি শুল্ক আরোপ করেছে।

আগামী সেপ্টেম্বরে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

Link copied!