বিশ্ববিদ্যালয়ে বছরে দুইবার শিক্ষার্থীদের সুযোগ দিতে যাচ্ছে ভারত। উন্নত বিশ্বের পদাঙ্ক অনুসরণ করে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এরই মধ্যে এই লক্ষ্যে কাজ শুরু করেছে।
ভারতের ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি ২০২৪-২৫ সেশন থেকেই এই সুযোগ চালু হতে যাচ্ছে। আগামী জুলাই-আগস্টে প্রথমবার ও ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে একই সেশনে দ্বিতীয়বার ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
পিটিআইকে ইউজিসির চেয়ারম্যান বলেন, “ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি বছরে দুইবার শিক্ষার্থী ভর্তির সুযোগ খোলা হয়। তবে শিক্ষার্থীদের জন্য সেটা উপকারী হবে বলে মনে করে ইউজিসি। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গ্যাপ কমে আসবে।”
সূত্র: এনডিটিভি