চাঁদের বুকে নেমে ইতিহাস গড়ল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২৩, ০৮:৫৩ পিএম

চাঁদের বুকে নেমে ইতিহাস গড়ল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত। এটি ঐতিহাসিক এক মুহূর্ত ভারতের জন্য।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। লাখো মানুষ এই সম্প্রচারের সাক্ষী হয়েছে। এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।

 

বিস্তারিত আসছে...

Link copied!