আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:৪৮ এএম

আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল: বাইডেন

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি সরকারের দাবি ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’ বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেন, ‘তারা (ইসরায়েল) সমর্থন হারাতে শুরু করেছে। গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে।’

বাইডেন আরও বলেন, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।’

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়ে আসছিলেন জো বাইডেন। এরপর থেকে ইসরায়েলের নেতৃত্বের বিষয়ে এটাই প্রথমবারের মতো এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানালেন বাইডেন।

ইসরায়েলকে শুরু থেকে সমর্থন দিয়েও গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে চলা টানা সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে না পারায় নিজ দল ডেমোক্রেটিক পার্টির কাছেই প্রশ্নবিদ্ধ হচ্ছেন বাইডেন। ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও।

অন্যদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় স্থল অভিযান পরিচালনা, হামাসকে সমূলে ধ্বংস করার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।

Link copied!