অক্টোবর ১৫, ২০২৩, ০৭:১৬ পিএম
গতকাল শনিবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ফিলিস্তিনের গাজায় স্থল, বিমান ও নৌ হামলার পরিকল্পনা করছে। তবে এ হামলা কবে, কখন শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি বিবৃতিতে।
আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী
দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে আগেই বলা হয়েছে গাজায় বড় ধরনের স্থল অভিযানের কথা।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, “পরবর্তী ধাপ আসছে”।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। সারা দেশে সেনা মোতায়েনের পাশাপাশি বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অভিযানে অংশ নেবেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে অভিযানটি যে ব্যাপক হতে যাচ্ছে একই সাথে অভিযানটি দীর্ঘমেয়াদিও হবার সম্ভাবনাও কম নয়।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।