মে ২৭, ২০২৪, ০৯:২৮ এএম
গাজার দক্ষিণে রাফাহ শহরের তাল-আস-সুলতান এলাকায় বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এতে অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও আছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘নির্ভুল অস্ত্র’ প্রয়োগ করে হামাস যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, হামলায় বেসামরিক লোকজন আহত হয়েছেন ও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিক্রিয়াস্বরূপ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহতদের বেশির ভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। যাদের ‘গণহত্যার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে হামলা চালানো হয়েছে। আগে থেকেই তারা পানি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি থেকে বঞ্চিত ছিল।
এর আগে গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা শহরসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে বোমাবর্ষণ করেছে ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এতে অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স, আল জাজিরা