ইসরায়েলের বিরোধী দলীয় নেতার নেতানিয়াহুর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৩, ০৭:৪৭ পিএম

ইসরায়েলের বিরোধী দলীয় নেতার নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “সংঘাতের মধ্যেই তার পদত্যাগ করা উচিত। লিকুদ পার্টির অন্য কাউকে আমরা এই দায়িত্বে বসাব।”

বুধবার ( ১৫ নভেম্বর ) চ্যানেল টুয়েলভ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইয়ার লাপিড। ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতাদের সাথে তার এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

তার মতে, ইসরায়েল সরকার হামাসের সাথে সংঘাতের পুরো ঘটনা সঠিকভাবে সামাল দিতে পারছে না। তাই অবিলম্বে নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছেন তিনি।

ইয়ার লাপিড বলেন, ‘অনেকেই বুঝতে পারছে যে, আমাদের দেশ একটা খারাপ জায়গায় পরিণত হচ্ছে। সরকার কাজ করছে না। নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারেন না। আমরা পরিবর্তন চাই। এমন কোনো প্রধানমন্ত্রীর অধীনে আমরা দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পারি না যাকে জনগণ বিশ্বাস করে না।’

লিকুদ পার্টির নেতৃত্বে জাতীয় পুনর্গঠন সরকার গঠন করতে প্রস্তুত আছেন বলেও জানান ইয়ার লাপিড। আভিগডর লিবারম্যানের রাজনৈতিক দল ইসরায়েল বেতেনু এবং বেনি গ্যান্টজের মধ্যে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই সরকার গঠিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

কিন্তু কোনোভাবেই সেই সরকারের নেতৃত্বে নেতানিয়াহু থাকতে পারবেন না বলেও জোর দেন ইয়ার লাপিড।তবে ক্ষমতাসীন লিকুদ পার্টি এমন মন্তব্যের জন্য লাপিডের সমালোচনা করেছে।

দলটি বলেছে, যুদ্ধের সময় লাপিড যে রাজনীতিটা করছেন তা দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। যুদ্ধে নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান লাপিড।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার ছয় দিন পর গঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভায় বেনি গ্যান্টজ যোগ দিলেও যাননি লাপিড। সেই মন্ত্রিসভা কাজ করতে পারবে না বলে দাবি করেছিলেন তিনি। সেই সরকারে যোগদানের পূর্বশর্ত হিসেবে তিনি ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ওটজমা ইয়েহুদিতের নেতা ইতামার বেন গভিরকে ক্ষমতাচ্যুত করার জন্য বলেছিলেন।

অনেক ইসরায়েলিই এই সংকটকালীন পরিস্থিতির জন্য সরকারকে দোষারোপ করছে। বিশৃঙ্খলা ঠেকাতে সরকারের অদক্ষতা, সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর মন্থর গতি, বেসামরিকদের নিরাপত্তাহীনতার জন্য সমালোচিত হচ্ছে নেতানিয়াহু সরকার। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ ইসরায়েলি গাজা যুদ্ধ শেষ হওয়ার পর আগাম নির্বাচন চায়।

এন টুয়েলভকে দেয়া এক সাক্ষাৎকারে লাপিড ইসরায়েলে আগাম নির্বাচনের দাবি জানাননি। তিনি চান, পার্লামেন্টে আস্থা ভোট হোক। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অন্য কোনো সদস্যের নেতৃত্বে নতুন একটি সরকার গঠন করা হোক।

তবে টেলিগ্রাম পোস্টে দেয়া এক বিবৃতিতে লিকুদ পার্টি বিরোধী নেতা লাপিডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধকালে এমন প্রস্তাব দেয়াটা লজ্জাজনক।
 

Link copied!