দুর্ঘটনায় জো বাইডেনের গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৫৮ এএম

দুর্ঘটনায় জো বাইডেনের গাড়িবহর

ছবি: সিএনএন

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুটি গাড়ি। 

দুর্ঘটনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য হেডকোয়ার্টারে একটি সভায় অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখান থেকে ফেরার পথেই রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে সেখান থেকে নিয়ে যান। মার্কিন প্রেসিডেন্ট ও এবং ফার্স্ট লেডি দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তা কর্মীরা।

দুর্ঘটনায় বাইডেনের গাড়িটির বাম্পার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত গাড়িটি নিরাপত্তা কর্মকর্তারা সরিয়ে নেন। যে গাড়িটির সাথে বাইডেনের গাড়ির সংঘর্ষ হয় সেটিও উদ্ধার করা হয়েছে।

Link copied!