গাজায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে কড়া ভাষায় তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গাজায় মানবিক বিপর্যয় রোধে ইসরায়েলের উদ্যোগ যথেষ্ট নয় বলেও তিনি দাবি করেছেন।
শহরটির অধিবাসীরা অনাহারে রয়েছেন উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় মানবিক সহায়তা বাড়ানো প্রয়োজন। খবর বিবিসি, রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সেলমার এডমুন্ড পিটাস ব্রিজ এলাকায় একটি অনুষ্ঠানে গতকাল রোববার (৩ মার্চ) দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
কমলা হ্যারিস বলেন, ‘গাজায় ইসরায়েলকে অবিলম্বে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে হামাসকেও এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এর আগে নিজেদের বন্দী মুক্তির দাবি জানিয়ে মিশরে হওয়া যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয়নি ইসরায়েল। তখন তারা বলেছিল, এখনও যেসব বন্দী জীবিত রয়েছেন তাদের তালিকা প্রকাশ করেনি হামাস।
ইসরায়েলের এই দাবির বিষয়ে হামাস বলেছে, গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। হামাসের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. বাসেম নাইম বলেন, ‘এ মুহূর্তে সেখানে কারা জীবিত রয়েছেন সেটা জানা অসম্ভব।’
‘গাজার অনেক পরিবারের বেঁচে থাকা নির্ভর করে ইসরায়েলের সহায়তার ওপর’
এর আগে ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ‘গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে গাজার বেশির ভাগ লোকের কোনো সম্পর্ক নেই। গাজার অনেক পরিবারের বেঁচে থাকা নির্ভর করে ইসরায়েলের সহায়তার ওপর।’
পাশাপাশি ফিলিস্তিনিদের ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, ‘তারাও তো আমাদেরই পরিবারের মতো। তারাও আমাদের মা-বাবা, ছেলেমেয়ের মতো। যারা ভালো চাকরি করতে চায়, তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে চায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে চায়। তাদের প্রকৃত পরিচয়ই এটা।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে দেশটি।