পুতিনের দেওয়া লিমুজিনে চড়লেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ০৮:০৬ পিএম

পুতিনের দেওয়া লিমুজিনে চড়লেন কিম

কিমকে উপহার দেওয়া রাশিয়ায়র বিলাসবহুল গড়িটি। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া বিলাসবহুল লিমুজিনে চড়লেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন। একে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নের “স্পষ্ট প্রমাণ” হিসাবে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।  .

গত সেপ্টেম্বরে কিম রাশিয়া সফরকালে পুতিনের সঙ্গে বৈঠক করে দুদেশের মধ্যকার সামরিক সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার করেন। সেইসঙ্গে ইউক্রেন আক্রমণে পুতিন উত্তর কোরিয়ার তৈরি গোলা ব্যবহার করছেন, উভয় দেশই পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।

শুক্রবারে রাশিয়ার তৈরি অওরুস লিমুজিনটিতে চড়েন কিম। এটি “উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্ক উন্নয়নের স্পষ্ট প্রমাণ,” বলে মন্তব্য করেছেন এই শীর্ষ নেতার বোন কিম জো জং।

গত শুক্রবার দেওয়া এই রাজকীয় গাড়িতে চড়ে কিম একটি সামরিক মহড়া পরিদর্শনে যান।


যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ঠিক এক সপ্তাহ পর নেওয়া এই মহড়ায় সৈন্যদের একটি যুদ্ধের জন্য “বাস্তবধর্মী” প্রস্তুতির নির্দেশ দেন।  

“সত্যিকারের যুদ্ধের উপযোগী প্রশিক্ষণই একজন সত্যিকারের যোদ্ধাকে গড়ে তুলতে পারে,” বলেন তিনি।
এর আগে গত সেপ্টেমরে মস্কো সফরকালে, পুতিন কিম কে তার ব্যবহার করা বিলাসবহুল লিমুজিনে নিজের পাশে বসালে, মুগ্ধ হয়ে সেটির প্রশংসা করেন কিম, বলেছে ক্রেমলিন।

আর তিন মাস পরেই কিমের জন্য একটি উপহার পৌঁছে যায় পিয়ংইয়ংয়ে।

Link copied!