গণনায় দেরি নিয়ে বিক্ষোভ, আদালতে ইমরান সমর্থিত প্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৪:০৭ এএম

গণনায় দেরি নিয়ে বিক্ষোভ, আদালতে ইমরান সমর্থিত প্রার্থীরা

ইমরান খান সমর্থিত প্রার্থীদের বিক্ষোভ।

পাকিস্তানের নির্বাচন শেষ হয়েছে বৃহস্পতিবার। তার পর শুক্রবার ভোরবেলা থেকে শুরু হয়েছিল গণনা। শনিবার রাতেও সেই গণনা শেষ হল না। গণনায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছে। কিছু জায়গায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে আদালতে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা। 

গতকাল শনিবার স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পাকিস্তানে মোট ২৬৬টি আসনে ভোটগ্রহণ হয়েছে। পাক সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা ৯৩টি, আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৩টি এবং বিলাবল ভুট্টোর দল পিপিপি ৫৪টি আসনে জিতেছে। অন্যান্যরা পেয়েছে ৩৩টি আসন। জামাতের মতো কট্টরপন্থী দল তিনটি আসনে জয় পেয়েছে। সব আসনে গণনা এখনও শেষ হয়নি। ফলে স্পষ্ট করে কোনও বিজেতার নাম এখনও ঘোষণা করা যায়নি।

ফলে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে বেশ কয়েকজন প্রার্থী একই অভিযোগ নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন বলেও জানা গেছে। 

এদিকে, পাকিস্তানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) দলের প্রধান মহসিন দাওয়ার গুলিতে আহত হয়েছেন। দেশটির খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গতকাল শনিবার নির্বাচনে ফল ঘোষণায় দেরি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করার সময় তাঁর ওপর এ হামলা হয়।

Link copied!