এপ্রিল ২২, ২০২৪, ০৪:৪৭ এএম
ছবি: সংগৃহীত
ক্লাস নেওয়া বাদ দিয়ে মেকআপ করছিলেন স্কুলের প্রধান শিক্ষক। তৎক্ষণাৎ ভিডিও ধারণ করতে গেলে এক সহকারী শিক্ষকের ওপর হামলে পড়েন। ভিডিও করায় তাকে শারীরিকভাবে নিগ্রহ করেন ওই প্রধান শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনা ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার ডান্ডামাউ গ্রামের বিঘাপুর ব্লকের একটি প্রাথমিক স্কুলের। সূত্র জানায়, প্রধান শিক্ষক সঙ্গীতা সিংয়ের কার্যকলাপের প্রমাণ রাখার উদ্দেশ্যে ভিডিও ধারণ করতে যান সহকারী শিক্ষক আনাম খান। এই কাণ্ড হাতেনাতে ধরার জন্য রান্নাঘরে ক্যামেরা অন করে রেখেছিলেন আনাম। ভিডিওতে প্রধান শিক্ষক সঙ্গীতা সিংয়ের সামনে ক্যামেরা ধরে বিদ্রুপাত্মক ভঙ্গিতে ‘ভেরি গুড’ বলতে শোনা যায় তাকে। ঘটনা টের পেয়ে চেয়ার থেকে উঠে তেড়ে আসেন সঙ্গীতা। এরপর তাকে তাড়া করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আনামকে বেদম মারধর করেন ওই প্রধান শিক্ষক। আনামের হাত থেকে রক্ত ঝরার দৃশ্যও ভিডিওতে দেখানো হয়। পরবর্তীতে ওই সহকারী শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিঘাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া আহত সহকারী শিক্ষকের অভিযোগ, ক্লাস বাদ দিয়ে সঙ্গীতা সিং মেকআপে ব্যস্ত ছিলেন।
এদিকে খবর পেয়েই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
সূত্র: এনডিটিভি