জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘সেখানে খুব দ্রুতই বিধানসভা নির্বাচন হবে।’
এর আগে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবিধানের বিলুপ্ত এই ধারা আবার সক্রিয় করা কিংবা ফিরিয়ে আনা হবে কিনা সেটা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি তিনি।