মস্কো সফরে মোদি, শ্যেন দৃষ্টিতে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৪:৪১ পিএম

দুই দিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার (৮ জুলাই) মস্কো পৌঁছার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। দুই দেশের জন্য এটা ২২তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। এদিকে নরেন্দ্র মোদির এই সফরকে শ্যেন দৃষ্টিতে দেখছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মোদির এই সফরের দিকে অবশ্যই নজর রাখবে যুক্তরাষ্ট্র।

নরেন্দ্র মোদির এজেন্ডা

১. ডলারের বিকল্প মুদ্রা খোঁজা;
২. ছয়টি নতুন উচ্চ-ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ ইউনিট-সংক্রান্ত আলোচনা;
৩. রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল পেতে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা।

দুই দিনের সফরে মঙ্গলবার আন্তর্জাতিক সময় সকাল পৌনে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পারমাণবিক প্রদর্শনী পরিদর্শন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিওতে এই দুই নেতাকে ঘনিষ্ঠভাবে ঘুরতে দেখা গেছে। পরবর্তীতে দুই দেশের নেতা পারমাণবিক শক্তির জন্য ব্যবহারযোগ্য ‘অ্যাটম’ প্রদর্শনী ঘুরে দেখেন। এ ছাড়া ক্রেমলিন প্রাচীরের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নিহত এক সেনার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী।

মস্কো সফরে নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ভারত রাশিয়ায় আরও দুটি কনস্যুলেট স্থাপন করছে। তিনি জানান, কাজান ও একাতেরিনবার্গের নতুন কনস্যুলেটের লক্ষ্য ভ্রমণ ও বাণিজ্যকে সহজতর করা।

বর্তমানে মস্কোতে দূতাবাস ছাড়া সেন্ট পিটাসবার্গ ও ভ্লাদিভোস্তক এলাকায় দুটি কনস্যুলেট রয়েছে।

মঙ্গলবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতের প্রধানমন্ত্রীর ফেসবুক সৌজন্যে

পুতিনের দেশে মোদির সফরে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এরই মধ্যে নরেন্দ্র মোদিকে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র আশা করছে, জাতিসংঘ সনদ ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার যে সম্মান রাখা বাঞ্ছনীয় সেটা পুতিনকে স্মরণ করিয়ে দেবেন নরেন্দ্র মোদি।

ম্যাথিউ মিলারের বক্তব্যের লিখিত রূপ: মস্কোতে মোদির সফর পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন

গতকাল সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ায় মোদির সফরের দিকে নজর রাখার কথাও তুলে ধরেন ম্যাথিউ মিলার।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্কো সফরের দিনই ইউক্রেন জুড়ে রুশ সামরিক বাহিনী বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দেড় শতাধিক আহত হয়েছেন।

Link copied!