আফ্রিকার পর এবার সুইডেনেও মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। দেশটিতে মাঙ্কিপক্সের ভয়াবহ একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে। যা আক্রান্তের কাছাকাছি থাকা যেকোনও ব্যক্তির মধ্যেও সংক্রমিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে সুইডেনের স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জ্যাকব ফরসমেড। অন্যান্য অঞ্চলেও এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সুইডেনে ক্লেল আই নামে মাঙ্কিপক্সের একটি বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।”
এদিকে আফ্রিকার কঙ্গোসহ আরও একাধিক কিছু দেশে মাঙ্কিপক্স সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুই বছরের ব্যবধানে আবারও বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ