অক্টোবর ২৩, ২০২৩, ১১:০২ এএম
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা যেন মৃত্যুপুরী। ছবি: রয়টার্স।
গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এদিনই গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। এই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ওয়াফা নিউজ এজেন্সির তথ্যানুসারে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ২৫টিরও বেশি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। কোনও সতর্কবার্তা ছাড়াই অনেক বেসামরিক নাগরিকের বাড়িঘরে হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা করে হামাস। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরায়েলের ১,৪০০ মানুষ নিহত হয়। আহত হয় অন্তত চার হাজার।
হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু এবং নারী ১ হাজার ১০১ জন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ফিলিস্তিনি।