অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫৩ পিএম
গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আল-আহলি আল-আরাবি হাসপাতালে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে আমি শোক জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব।’
মোদি এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, ‘ওই অঞ্চলে সন্ত্রাস, সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা তুলে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি।’ ইসরায়েলে-ফিলিস্তিন ইস্যুতে ভারতে দীর্ঘদিনের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন মোদি।
গত মঙ্গলবার রাতে হাসপাতালে ওই হামলায় ৪৭১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এ ঘটনায় আরব বিশ্ব ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।