পুতিনকে হুঁশিয়ারি দিলেন ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ০৯:১৯ এএম

পুতিনকে হুঁশিয়ারি দিলেন ন্যাটো মহাসচিব

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট ন্যাটোকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খাটো করে দেখছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

বৃহস্পতিবার নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধে ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত সহযোগিতার যে প্রতিশ্রুতি দিয়েছে জোট সেটিকে খাটো করে দেখেছেন পুতিন। ইউক্রেনে যুদ্ধের অবসান এবং শান্তির পথ পাওয়া যায় তা নিয়ে ন্যাটো কাজ করছে বলেও তিনি জানন।

বিবিসি জানায়, এর আগে মঙ্গলবার ন্যাটো মহাসচিবের চিফ অব স্টাফ স্টিয়ান জেনসেন বলেছিলেন,  যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেন হয়ত রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে পারে। পরে অবশ্য তিনি এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তার মন্তব্যের পর মহাসচিব জোর দিয়ে বলেছেন, ইউক্রেনীয়রা শান্তির শর্ত নির্ধারণ করবেন। ন্যাটো ইউক্রেনীয়দের সমর্থন করবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ করা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাজারো ইউক্রেনীয় সেনাকে ন্যাটোর মিত্র দেশগুলোর প্রশিক্ষণ দিয়েছে। অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমাদের এই সামরিক জোটের সদস্যদের ওপর অনেকটা নির্ভরশীল ইউক্রেন।

Link copied!